নেত্রকোনার পূর্বধলায় নতুন করে একজনের শরীরে করোনা ভাইরাস (কোভিড-১৯) শনাক্ত হয়েছে। পূর্বধলা জগৎমনি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শুধাংশু শেখর তালুকদারের নমুনা পরীক্ষায় আজ ১৭ মে (রবিবার) ফলাফলে করোনা পজেটিভ আসে। গত বৃহস্পতিবার তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়েছিল।
আজ রাতে নেত্রকোণা সিভিল সার্জনের বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহমুদা আক্তার।