নেত্রকোনার পূর্বধলায় আজ ৩ মে (রবিবার) বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে আনসার সদস্যদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
বেলা সাড়ে ১১টায় পূর্বধলা উচ্চ বিদ্যালয় মাঠসহ উপজেলার তিনটি পৃথক পৃথক স্থানে ১১টি ইউনিয়নে ৩শত দুঃস্থ আনসার সদস্যদের মাঝে এই ত্রাণ সহায়তা প্রদান করা হয়। ত্রাণসামগ্রী মধ্যে রয়েছে চাল ৫কেজি, ডাল ১কেজি, তেল ১লিটার, আলু ২কেজি, পেঁয়াজ ১কেজি, সাবান ১টি, মাক্স ১টি।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান জাহিদুল ইসলাম সুজন, ভাইস চেয়ারম্যান শেখ রাজু আহমেদ রাজ্জাক সরকার, জেলা সার্কেল এডজুট্যান্ট মো. মনিরুল ইসলাম, উপজেলা প্রশিক্ষিকা হাজেরা খাতুন, উপজেলা কোম্পানি কমান্ডার মো. সিদ্দিকুর রহমান প্রমুখ।
পূর্বধলায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ত্রাণ সামগ্রী বিতরণ
