পূর্বধলায় আজ ১৩ এপ্রিল সোমবার করোনা ভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত সন্দেহে চারজনের নমুনা সংগ্রহ করা হয়েছে। পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি বিশেষ দল সন্দেহভাজন ব্যাক্তিদের নমুনা সংগ্রহ করে ল্যাবে প্রেরণ করেছে।
মেডিকেল টীমে ছিলেন ডাঃ নুসরাত জাহান জোনাকী, ডাঃ মোজাফফর রহমান, হেলেনা আক্তার খানম(MT- EPI) ও মেডিকেল টেকনোলজিষ্ট(ল্যাব) খায়রুল ইসলাম।
সন্দেহভাজন ব্যাক্তিরা সকলে আগিয়া ইউনিয়নের কৈলাটি গ্রামের ৩ ব্যক্তি সকল পুরুষ (১৮) (২৮) (২১) ও একজন বাট্টা গ্রামের (৬০), তারা ৩-৪ দিন আগে কোভিড সংক্রমণ এলাকা ঢাকা ও শেরপুর থেকে এসেছে। তাদের চারজনের করোনা ভাইরাস (কোভিড-১৯) এর উপসর্গ গুলো তাদের মধ্যে পরিলক্ষিত হয়েছে।
এ অবস্থায় রিপোর্ট না আসা পর্যন্ত বাড়ীর লোকজনকে হোম কোয়ারেন্টাইন থাকতে বলা হয়েছে। প্রসংগত পূর্বধলায় এ পর্যন্ত ১৭ টি নমুনা প্রেরণ করা হয়েছে, যার মধ্যে ৫টি নমুনা নেগেটিভ এসেছিল, বাকী ১২ টি রিপোর্ট অপেক্ষমান আছে।