দর্পন ডেস্কঃ নেত্রকোণার পূর্বধলায় এই প্রথম পরিবেশের উপর একটি সামাজিক সংগঠন “পূর্বধলা পরিবেশ আন্দোলন” নামে উদ্বোধন করা হয়েছে। উপজেলার খলিশাপুর খানপাড়ায় প্রধান কার্যালয়ে বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে সংগঠনটি শুভ উদ্ভোধন করেন বিশিষ্ট লেখক ও গবেষক আলী আহাম্মদ খান আইয়োব। এসময় সময় সাথে ছিলেন, খলিশাউড় কৃষি ব্যাংকের শাখা ব্যবস্থাপক মো. বজলুর রশিদ, ছাত্রলীগের সাবেক যুগ্ম আহব্বায়ক রাশেদ কুদ্দুস খান সুজন, রক্তমিতার আহ্বায়ক জাকির আহাম্মদ খান প্রমুখ। এছাড়া স্থানীয় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ১ ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান সম্বয়ক মুক্তিযোদ্ধা আবদুল হাননান খানের ভাই মুক্তিযোদ্ধা মাননান খান পূর্বধলা পরিবেশ আন্দোলন নামে সংগঠনটি প্রতিষ্ঠা করেন।
পূর্বধলায় পরিবেশ আন্দোলন সংগঠনের আত্মপ্রকাশ
