নেত্রকোনার পূর্বধলায় পুকুরের পানিতে ডুবে আরমান (৩) ও নুসাইবা (৩) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার (১৯ আগস্ট) সন্ধ্যায় উপজেলার খলিশাপুর ইউনিয়নের ইচুলিয়ার খলাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
আরমান ওই গ্রামের মো: সবুজ মিয়ার ও নুসাইবা নুর উদ্দিনের মেয়ে। তারা সম্পর্কে চাচাতো ভাই-বোন।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে , আসরের পর আরমান ও নুসাইবা খেলতে বের হয়েছিলো। এদিকে বিকাল গড়িয়ে সন্ধ্যা হলেও শিশু দুটি কোথায়ও দেখতে না পেয়ে বাড়ির লোকজন তাদের খুঁজতে থাকে। একপর্যায়ে তারা বাড়ি থেকে একটু দুরে শিশু দু’টির মৃতদেহ পুকুরে ভাসতে দেখে। পরিবারের লোকজন ধারণা করছেন খেলার একপর্যায়ে পুকুরের পানিতে পড়ে যায়।
 
		 
		 
		