আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোণা-৫ (পূর্বধলা) আসনে তৃণমূল বিএনপির মনোনয়ন পেয়েছেন প্রিন্সিপাল আব্দুল ওয়াহহাব হামিদী।
আজ বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বিকেলে নেত্রকোণা জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা শাহেদ পারভেজ এর কাছে তার মনোনয়ন দাখিল করেন।
প্রিন্সিপাল আব্দুল ওয়াহহাব হামিদি প্রতিক্রিয়ায় তিনি জানান, ভোটে অংশ নেয়া আমার নাগরিক অধিকার। নিজের এলাকার সার্বিক উন্নয়নে অবদান রাখার জন্যই আমি ভোটে এসেছি। নিরপেক্ষভাবে ভোট হলে আমি শেষ পর্যন্ত ভোটের থাকবো। তিনি প্রশাসনকে নিরপেক্ষ ভাবে দায়িত্ব পালনের আহবান জানান। দীর্ঘদিনের এক দলীয় শাসন থেকে মুক্তি পেতে নিজের জন্য ভোট কামনা করেন তিনি।
Be First to Comment