নেত্রকোণা-৫ (পূর্বধলা) আসনে মনোনয়ন পত্র দাখিলের শেষ দিনে দাখিল স্বতন্ত্র-৩ দলীয়-৩

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৬১, নেত্রকোণা-৫ (পূর্বধলা) আসনে বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা প্রতীকের মনোনীত প্রার্থী বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিঠির টানা পাঁচবারের সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আহমদ হোসেন বৃহস্পতিবার উৎসব মূখর পরিবেশে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে মনোনয়নপত্র দাখিল করেছেন। এছারাও স্বতন্ত্র প্রার্থী হিসাবে রয়েছেন বর্তমান এমপি বেলালের বড় ভাই জাকির সাবেক উপচার্য ড. আনোয়ার হোসেন,সাবেক ছাত্রনেতা মিজবাহ উদ্দিন চন্দন, মহানগর কৃষকলীগ নেতা মাজহারুল ইসলাম সোহেল, উপজেলা জাতিয় পার্টির সভাপতি ওয়াহিদুজ্জান আজাদ মনোনয়নপত্র গ্রহন করেন সহকারী রির্টানিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. খবিরুল আহসান।

এছাড়া তৃনমুল বিএনপি আব্দুল ওয়াহাব হামিদি বিকেলে নেত্রকোণা জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা শাহেদ পারভেজ এর কাছে তার মনোনয়ন দাখিল করেন।

সিইসির ঘোষিত তফশিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের আজ ৩০ নভেম্বর শেষ দিন। মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে আগামী ১ থেকে ৪ ডিসেম্বর। রিটার্নিং অফিসারের আদেশের বিরুদ্ধে কমিশনে আপিল দায়ের ও নিষ্পত্তি হবে ৬ থেকে ১৫ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর। রিটার্নিং অফিসাররা প্রতীক বরাদ্দ করবেন ১৮ ডিসেম্বর। নির্বাচনি প্রচারণা চলবে ১৮ ডিসেম্বর থেকে, আগামী ২০২৪ সালের ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত। ভোটগ্রহণ করা হবে ২০২৪ সালের ৭ জানুয়ারি রোববার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *