নেত্রকোণা-৫ (পূ্র্বধলা) আসনের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ও ঢাকা মহানগর উত্তর কৃষক লীগের সহ-সভাপতি এবং রোজা ফাউন্ডেশনের চেয়ারম্যান মাজহারুল ইসলাম সোহেলের উদ্দ্যোগে পূর্বধলা সদর ইউনিয়ন আওয়ামী লীগের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৬ অক্টোবর) উপজেলার সদর ইউনিয়নের পূর্বধলা পাটবাজারস্থ কর্মী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাজহারুল ইসলাম সোহেল। অনুষ্ঠানে মাজহারুল ইসলাম সোহেল বলেন, বিভিন্ন সময়ে তৃণমূল কর্মীরা আওয়ামী লীগকে বিজয়ী করতে ভোট দেওয়ার পাশাপাশি অক্লান্ত পরিশ্রম করেছিল বলেই বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির জনকের স্বপ্ন বাস্তবায়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। প্রধানমন্ত্রী দেশকে যে উন্নয়নের পথে নিয়ে চলেছেন তার জন্য আন্তর্জাতিক মহলে বাংলাদেশের সম্মান বেড়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন বাস্তবায়নে প্রধানমন্ত্রীর অসমাপ্ত কাজ শেষ করার জন্য আগামী দ্বাদশ নির্বাচনে নৌকার বিজয় প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি। উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশে তিনি আরও বলেন, সফল রাস্ট্র নায়ক শেখ হাসিনাই মনোনয়নের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন। এর বাইরে তৃণমূলের নেতাকর্মীদের মতামত নেওয়া হবে। আওয়ামী লীগের পার্লামেন্টারি বোর্ডের বিশ্লেষণের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনাই প্রতিটি সংসদীয় আসনে প্রার্থী ঠিক করবেন।
কর্মী সম্মেলনে সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদির এর সভাপতিত্বে ঢাকা মহানগর উত্তর কৃষক লীগের কার্যনির্বাহী সদস্য শেখ ফরিদ আহম্মেদ রাজীব এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, আওয়ামী লীগ নেতা ও বিজয়পুর স্থল বন্দর উন্নয়ন কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ মোহাম্মদ আজিজ, ধলামূলগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাঞ্চন সরকার, উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক কমিটির সদস্য আরশাদ শেখ, উপজেলা যুবলীগ নেতা ও রোজা ফাউন্ডেশনের সভাপতি রুবেল হাসান, সদর ইউনিয়ন পরিষদের সংরক্ষিত সদস্য নাজমা আক্তার, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ পূ্র্বধলা উপজেলা শাখার আহ্বায়ক শাহিনুল ইসলাম শাহীন, উপজেলা যুবলীগ নেতা সুজাত সরকার, আমীর আলী উজ্জল, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি রাকিবুল হাসান রাকিব, উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন রাজন, উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রাহাবিব ইসলাম রাব্বি প্রমুখ।
Be First to Comment