নেত্রকোণার পূর্বধলায় ফাঁসিতে ঝুলে তুতি গোস মান্দা (৫৭) নামে এক ব্যক্তি আত্মহত্যার ঘটনা ঘটেছে। শুক্রবার (২০ অক্টোবর) রাত সোয়া ১২ টায় উপজেলার হোগলা ইউনিয়নের কালিহর জোয়ারদারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। সে ওই কালিহর জোয়ারদারপাড়া গ্রামের মৃত নগেন্দ্র গাগ্রা এর ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার দিন তুতি গোস মান্দা (ভিকটিম) এর স্ত্রী তারা মানকিন পাশের বাড়ীতে প্রতিদিনের ন্যায় প্রার্থনা করতে যায়। প্রার্থনা শেষে ২০ অক্টোবর তারিখ রাত অনুমান ১২.৩০ ঘটিকার সময় বসত ঘরে প্রবেশ করে ভিকটিমকে বসত ঘরের বাশের আড়ার সাথে গলায় প্লাস্টিকের রশি দিয়ে আত্মহত্যা করে ঝুলে আছে। ভিকটিমের স্ত্রীর ডাক চিৎকারে আশেপাশের লোকজন ঝুলন্ত অবস্থা থেকে রশি কেটে নামিয়ে রাখে। পরে পুলিশ সংবাদ পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভিকটিমের সুরতহাল রিপোর্ট প্রস্তুুত করেন।
পূর্বধলা থানার অফিসার-ইন-চার্জ (ওসি) মোহাম্মদ রাশেদুল ইসলাম জানান, তুতি গোস মান্দা (৫৭) নামে এক ব্যক্তি আত্মহত্যার সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয় এবং সুরতহাল রিপোর্ট প্রস্তুুত করেন। এ সংক্রান্তে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। প্রাথমিক অনুসন্ধানে জানা যায় ভিকটিম মানসিক অসুস্থ ছিল।