নেত্রকোণার পূর্বধলা উপজেলা হাটকান্দা নামক স্হানে বাংলালিংক টাওয়ারে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় অর্ধলাখ টাকার যন্ত্রপাতি ও মালামাল ভস্মীভূত হয়েছে। আজ মঙ্গলবার (১১ এপ্রিল) সন্ধ্যা ৬ টা ৩০ মিনিটে উপজেলার হাটকান্দা বাজারের সংলগ্ন টাওয়ার এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, টাওয়ারটিতে আগুন ধরলে মুহূর্তের মধ্যে তা ছড়িয়ে পড়ে এবং পুরো বাজার এলাকা কালো ধোঁয়ায় ছেয়ে যায়। একসময় আগুন পুরো টাওয়ার ও বৈদ্যুতিক তারে ছড়িয়ে পড়ে।খবর পেয়ে পূর্বধলার ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
পূর্বধলা ফায়ার সার্ভিস স্টেশনের কর্মী আমিনুল ইসলাম পূর্বধলার দর্পন কে বলেন, টাওয়ারের ভেতরে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। ফলে বৈদ্যুতিক তার সহ মূল্যবান যন্ত্রপাতি পুড়ে গেছে। তবে ফায়ার সার্ভিসের পৌঁছাতে বিলম্ব হলে টাওয়ারের তেলের ড্রামে আগুন লেগে যেত।
হাটকান্দা বাজার কমিটির সভাপতি মীর কাশেম পূর্বধলার দর্পণ কে বলেন, আর কিছুটা দেরি হলে টাওয়ারটি ধসে পুরো বাজারে আগুন ছড়িয়ে পড়ার সম্ভাবনা ছিল। অগ্নিকাণ্ডে টাওয়ারের ২০ হাজার টাকার সম্পদ পুড়ে গেছে এবং ১০ লক্ষ্য টাকার মালামাল উদ্ধার করা সম্ভব হয়েছে বলে জানিয়েছেন পূর্বধলা ফায়ার সার্ভিস। টাওয়ার কর্তৃপক্ষের কেউ না থাকায় সঠিক ক্ষয়-ক্ষতির হিসাব নেওয়া সম্ভব হয়নি।
Be First to Comment