আমিনুল হকঃ “মানবাধিকার আমাদের দৈনন্দিন অপরিহার্য বিষয়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোণার পূর্বধলায় আজ বুধবার (১০ ডিসেম্বর) বিশ্ব মানবাধিকার দিবস পালিত হয়েছে। অধিকার সংরক্ষণের গুরুত্ব তুলে ধরে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা মানবাধিকার সংরক্ষণ পরিষদের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে সহযোগিতা করে হিউম্যান রাইটস ডিফেন্ডারস নেটওয়ার্ক, স্বাবলম্বী উন্নয়ন সমিতি এবং মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন।
দিবসটি উপলক্ষে সকালে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালি শেষে পূর্বধলা প্রেসক্লাব মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা মানবাধিকার সংরক্ষণ পরিষদের সভাপতি মো. নূর উদ্দিন মন্ডল দুলালের সভাপতিত্বে অনুষ্ঠিত এই আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোণা জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং বর্তমান পূর্বধলা উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব আবু তাহের তালুকদার।
সাংবাদিক হাবিবুর রহমানের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব মো. বাবুল আলম তালুকদার, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান ফকির, আনোয়ারুল ইসলাম তালুকদার আনার, পূর্বধলা প্রেসক্লাবের সভাপতি জুলফিকার আলী শাহীন, কলাম লেখক জাকির আহমদ খান কামাল, উপজেলা মানবাধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. মো. শহিদ উল্লাহ প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা মানব অধিকারের সার্বজনীন গুরুত্ব তুলে ধরেন এবং দৈনন্দিন জীবনে এর চর্চার প্রয়োজনীয়তার ওপর জোর দেন। তারা বলেন, বর্তমান প্রেক্ষাপটে সমাজের সকল স্তরে মানবাধিকারের সুরক্ষা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। এছাড়াও, বক্তারা স্থানীয় পর্যায়ে মানবাধিকার রক্ষায় সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।
কর্মসূচিতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতারা উপস্থিত থেকে দিবসটির প্রতি সংহতি প্রকাশ করেন।