বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল নেত্রকোণা জেলাধীন পূর্বধলা উপজেলা শাখার দুই সদস্য বিশিষ্ট আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে মোহাম্মদ আলী সিদ্দিকী তুরাগ-কে আহবায়ক এবং শহিদুল ইসলাম-কে সদস্য সচিব করা হয়েছে।
শনিবার (১ নভেম্বর, ২০২৫) বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় দপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানী এবং সাধারণ সম্পাদক রাজীব আহসান আজ এ সিদ্ধান্ত অনুমোদন করেন।
স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কিমিটির প্যাডে স্বাক্ষরিত এই বিজ্ঞপ্তিটি প্রকাশ করেন দলের দফতর সম্পাদক আব্দুল্লাহ আল মামুন (যুগ্ম-সম্পাদক পদমর্যাদা)।
নতুন গঠিত আংশিক কমিটিকে আগামী ১৫ দিনের মধ্যে ৩১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তরে জমা দেওয়ার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে।
নতুন কমিটির নেতারা আশা করছেন, এই আংশিক কমিটির মাধ্যমে পূর্বধলা উপজেলায় সংগঠনের কার্যক্রম আরও গতিশীল হবে এবং দ্রুত সময়ের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় নির্দেশনা বাস্তবায়ন করা হবে।