অবশেষে স্বস্তি: টানা ২১ দিন বন্ধ থাকার পর জারিয়া লোকাল ট্রেন পুনরায় চালু

দীর্ঘ ২১ দিনের ভোগান্তির অবসান ঘটিয়ে অবশেষে চালু হলো জারিয়া লোকাল ট্রেন। কর্তৃপক্ষের অবহেলা ও ইঞ্জিন সংকটের অজুহাতে গত ৩০ সেপ্টেম্বর থেকে বন্ধ থাকা এই গুরুত্বপূর্ণ ট্রেনটি আজ, ২১ অক্টোবর, মঙ্গলবার সকাল ১১টা ২০ মিনিটের ট্রিপ থেকে পুনরায় যাত্রী পরিষেবা শুরু করেছে।

​ট্রেনটি চালু হওয়ায় পূর্বধলা, দূর্গাপুর, কলমাকান্দা এবং জারিয়া এলাকার হাজারো সাধারণ যাত্রী, চাকরিজীবী ও শিক্ষার্থীরা স্বস্তি প্রকাশ করেছেন। বিগত তিন সপ্তাহ ধরে স্বল্প আয়ের মানুষজন বিকল্প যানবাহনে অতিরিক্ত খরচ ও সময় ব্যয় করে চলাচল করতে বাধ্য হচ্ছিলেন।

​রেলওয়ে সূত্র জানায়, রেলওয়ে কর্তৃপক্ষের আশ্বাসের ভিত্তিতে আজ নির্ধারিত সময়ে ট্রেনটি ময়মনসিংহ অভিমুখে যাত্রা শুরু করে।

​উল্লেখ্য, জারিয়া লোকাল ট্রেনটি দ্রুত চালুর দাবিতে গত কয়েকদিন ধরে স্থানীয় বাসিন্দারা ব্যাপক আন্দোলন কর্মসূচি পালন করে আসছিলেন। এর অংশ হিসেবে গতকাল সোমবার (২০ অক্টোবর) পূর্বধলা থেকে নেত্রকোনা জেলা প্রশাসক (ডিসি) অফিস পর্যন্ত লংমার্চের ঘোষণা দেওয়া হয়েছিল এবং ময়মনসিংহ রেলওয়ে স্টেশনে শান্তিপূর্ণ মানববন্ধনও অনুষ্ঠিত হয়। আন্দোলনের মুখেই রেলওয়ে কর্তৃপক্ষ দ্রুত ট্রেনটি চালুর সিদ্ধান্ত নিল বলে ধারণা করা হচ্ছে।

​যাত্রীরা ট্রেনটি পুনরায় চালু হওয়ায় সন্তোষ প্রকাশ করলেও, ভবিষ্যতে যেন আর কোনো অজুহাতে এই গুরুত্বপূর্ণ যোগাযোগ মাধ্যমটি বন্ধ না করা হয়, সেই বিষয়ে রেলওয়ে কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *