নেত্রকোণার পূর্বধলা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের নতুন আহ্বায়ক কমিটি অনুমোদন দিয়েছে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, নেত্রকোনা জেলা ইউনিট কমান্ড।
১১ সেপ্টেম্বর ২০২৪ তারিখে মুক্তিযোদ্ধা সংসদের জেলা ইউনিটের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আশরাফ উদ্দিন খান ও সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ কমিটি অনুমোদন দেওয়া হয়।
নতুন আহ্বায়ক কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ তাং, আর সদস্য সচিব হিসেবে আছেন বীর মুক্তিযোদ্ধা মোঃ হারুন অর রশিদ। কমিটির অন্যরা হলেন— যুগ্ম আহবায়ক বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন, সদস্যরা হলেন বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই, শাহ্ নেওয়াজ খান, বীর মুক্তিযোদ্ধা মিয়াজ আলী।
মোট ৭ সদস্যবিশিষ্ট এই আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
চিঠিতে উল্লেখ করা হয়, “দীর্ঘ সময়ের ব্যবধানে আপনাদের সাথে যোগাযোগ করতে পেরে আমরা আনন্দিত।” জেলা ইউনিট কমান্ডের পক্ষ থেকে নবগঠিত কমিটির সকল সদস্যদের প্রতি অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়।
উল্লেখ্য, নতুন এই কমিটি গঠনের মাধ্যমে পূর্বধলা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।