পূর্বের রাজনৈতিক জীবনের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ইসলামী আন্দোলনের আদর্শ বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহযোগী সদস্যপদ গ্রহণ করলেন নেত্রকোণা জেলার পূর্বধলা উপজেলার তারাকান্দা গ্রামের মোঃ শহীদুল ইসলাম (শুভ)। তিনি আঃ আজিজের পুত্র।
শহীদুল ইসলাম (শুভ) ছাত্র ও যুব রাজনীতিতে একসময় সক্রিয় ছিলেন। তিনি পূর্বধলা সরকারি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি, নেত্রকোণা জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক এবং যুবদল পূর্বধলা উপজেলা শাখার সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি তার রাজনৈতিক জীবনের অভিজ্ঞতাকে দেশের কল্যাণে কাজে লাগাতে জামায়াতে ইসলামীর পতাকাতলে এসে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
তাঁর সহযোগী সদস্যপদ ফরম পূরণের সময় উপস্থিত ছিলেন নেত্রকোণা জেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি ও বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত নেত্রকোণা-৫ (পূর্বধলা) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাছুম মোস্তফা।
এই যোগদানকে ইসলামী আন্দোলনের জন্য একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। শহীদুল ইসলাম (শুভ)-এর মতো একজন পরিচিত সাবেক ছাত্র ও যুবনেতার জামায়াতে ইসলামীতে আসা জেলার রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে।
সংসদ সদস্য পদপ্রার্থী মাছুম মোস্তফা তিনি তার ফেসবুক পেইজ থেকে এসংক্রান্ত একটি পোস্ট করেছেন।