নেত্রকোণা জেলায় গ্রাম আদালত পারফরম্যান্স অ্যাওয়ার্ডে ইউনিয়ন পরিষদ ক্যাটাগরিতে প্রথম স্থান অর্জন করেছে পূর্বধলা উপজেলার জারিয়া ইউনিয়ন পরিষদ। আজ বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বেলা ১১টায় প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এক সভায় এ সম্মাননা প্রদান করা হয়।
উপ-পরিচালক আরিফুল ইসলাম সরদার ‘জেলা পর্যায়ে গ্রাম আদালত কার্যক্রমের বার্ষিক অগ্রগতি পর্যালোচনা ও করণীয়’ শীর্ষক এই সভায় তিনি বলেন, ২০২৪ সালের জুন থেকে ২০২৫ সালের মধ্যে জেলার গ্রাম আদালতে ১ হাজার ৯৭৬টি আবেদন করেন সুবিধা বঞ্চিত বিচারপ্রার্থী মানুষ। এর মধ্যে ৯২ শতাংশ মামলা নিস্পত্তি হয়েছে।
সভায় এভিসিবি-৩ প্রকল্পের জেলা ব্যবস্থাপক আব্দুল্লাহ আল মুজাহিদ ও মো. আতিকুল ইসলামসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, প্যানেল চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তারা অংশ নেন।
সভায় পূর্বধলার জারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম বলেন, গ্রামাঞ্চলের বিশেষ করে গরিব মানুষেরা সমস্যা-অভিযোগ নিয়ে গ্রাম আদালতে বেশি আসেন। বিচারপ্রার্থীদের বাড়ি কাছাকাছি হওয়ায় বিনা খরচে তার সমাধান পাচ্ছেন। এতে করে তারা উপকৃত হচ্ছেন। তাছাড়া ছোট ছোট বিষয়গুলো নিয়ে এখানেই মামলা করে বিচার পাওয়ায় উচ্চ আদালতে মামলার জট কম হচ্ছে।