জাতীয়তাবাদী সাংবাদিক ফোরামের পূর্বধলা উপজেলা শাখার কমিটি গঠন

জাতীয়তাবাদী সাংবাদিক ফোরাম (জেএসএফ) নেত্রকোণা জেলা শাখার অধীনে পূর্বধলা উপজেলা শাখার ১০ সদস্য বিশিষ্ট একটি নতুন কমিটি গঠিত হয়েছে। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে পূর্বধলা প্রেসক্লাব মিলনায়তনে এক আলোচনা সভার পর এই কমিটি ঘোষণা করা হয়।

​এতে আনন্দ টিভির উপজেলা প্রতিনিধি ওয়াসিমুল বারী সভাপতি এবং নয়া শতাব্দীর উপজেলা প্রতিনিধি খাইরুল ইসলাম সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন:

  • সহ-সভাপতি: জিয়াউর রহমান (আজকের আরবান)
  • যুগ্ম সাধারণ সম্পাদক: ইমতিয়াজ আহমেদ সজিব (আজকের আরবান)
  • সাংগঠনিক সম্পাদক: আব্দুল্লাহ সাকিব (মানবকণ্ঠ)
  • সম্মানিত সদস্য: দুলাল মণ্ডল (দৈনিক সংলাপ), মোহাম্মদ এরশাদ আলী (রিফ্রেকশন নিউজ), মো. আল ইমরান (দৈনিক দিনকাল), আমিনুল হক (পূর্বধলা দর্পণ), ও আশিক মোস্তফা সজিব (সুমেশ্বরী বাংলা)।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেএসএফ নেত্রকোণা জেলা শাখার সভাপতি সারোয়ার পারভেজ বাবু। বিশেষ অতিথি হিসেবে ছিলেন জেলা শাখার সহ-সভাপতি মো. দেলোয়ার হোসেন মাসুদ, সাংগঠনিক সম্পাদক মো. সালাউদ্দিন সালাম এবং সহ-সাংগঠনিক সম্পাদক মো. লুৎফুর রহমান হৃদয়।

​এছাড়াও, পূর্বধলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জায়েজুল ইসলাম এবং সহ-সভাপতি নুর আহমদ খান রতনসহ স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন। দৈনিক কালবেলার উপজেলা প্রতিনিধি হাবিবুর রহমান সভায় সভাপতিত্ব করেন এবং মানবকণ্ঠের উপজেলা প্রতিনিধি সাকিব আব্দুল্লাহ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

​নবগঠিত কমিটির সভাপতি ওয়াসিমুল বারী বলেন, এই কমিটি পূর্বধলার সাংবাদিকদের অধিকার রক্ষা, পেশাগত মান উন্নয়ন এবং মুক্ত সাংবাদিকতার চর্চাকে আরও শক্তিশালী করতে কাজ করবে। তিনি আরও জানান, জেএসএফ জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী। তাই সাংবাদিকতার পাশাপাশি দেশের গণতান্ত্রিক আন্দোলন এবং জাতীয়তাবাদী দলের নীতিকে এগিয়ে নিতে তারা সবসময় অঙ্গীকারবদ্ধ থাকবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *