নেত্রকোণা পূর্বধলায় শনিবার (১৫ আগষ্ট) জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী শোক দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে উপজেলা প্রশাসন ও আওয়ামীলীগ ও এর অংগ সংগঠন মুক্তিযোদ্ধা সংসদ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন পৃথক পৃথক কর্মসূচী পালন করে।
কর্মসূচীর মধ্যে রয়েছে সকালে জাতীয় পতাকা অর্ধনমিত করে উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ, দোয়া, চিত্রাংক প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরন, বৃক্ষ রোপন, আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল।
সকালে উপজেলা পরিষদ চত্তরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহিদুল ইসলাম সুজন, উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে কুলসুম, আওয়ামীলীগ, মুক্তিযোদ্ধা সংসদ, অফিসার ইনচার্জ তাওহীদুর রহমান, সরকারি কর্মকর্তাবৃন্দ সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ পুস্পস্তবক অর্পণ করেন।
পরে উপজেলা পরিষদ হল রুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে কুলসুমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহিদুল ইসলাম সুজন, এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার নিজাম উদ্দিন, সাবেক কমান্ডার আইযুব আলী সাবেক কমান্ডার সিরাজুল ইসলাম, সাবেক ডেপুটি কমান্ডার আব্দুর রব, ভাইস চেয়ারম্যা শেখ রাজু আহমেদ রাজ্জাক সরকার, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মতিউর রহমান, কৃষি কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম, অফিসার ইনচার্জ তাওহীদুর রহমান প্রমুখ। এ সময় বিভিন্ন দপ্তরের প্রধানগন ও সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।
Be First to Comment