নেত্রকোনার পূর্বধলা উপজেলায় আজ বুধবার ২২ জুলাই প্রকল্প প্রণয়নে জনগণের সঙ্গে পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ পূর্বধলা এপির উদ্যোগে সভায় জনপ্রতিনিধি, গ্রাম উন্নয়ন কমিটি ও শিশু ফোরাম প্রতিনিধি এবং সরকারি-বেসরকারি কর্মকর্তারা অংশ নেন।
পূর্বধলা এপির সভা কক্ষে সভায় সভাপতিত্ব করেন এপির ম্যানেজার সেবাস্টিয়ান পিউরিপিকেশন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য পরিদর্শক নিরঞ্জন কুমার ভাদুরী, এপির মূল্যায়ন ও মনিটরিং অফিসার তপন কুমার দে, প্রোগ্রাম অফিসার হাফিজুল হক সোহাগ, সজল কুমার দে, মানসী মোদক, তাপসী, খোকন রিচিল প্রমুখ।
সভায় বর্তমান পরিস্থিতিতে অগ্রাধিকার ভিত্তিতে শিশু সুরক্ষা ও এলাকার উন্নয়নে যে সকল প্রকল্প গ্রহণ করা দরকার তা নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত হয়।
Be First to Comment