পূর্বধলা প্রকল্প প্রণয়নে জনগণের সঙ্গে পরামর্শ সভা অনুষ্ঠিত

নেত্রকোনার পূর্বধলা উপজেলায় আজ বুধবার ২২ জুলাই প্রকল্প প্রণয়নে জনগণের সঙ্গে পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ পূর্বধলা এপির উদ্যোগে সভায় জনপ্রতিনিধি, গ্রাম উন্নয়ন কমিটি ও শিশু ফোরাম প্রতিনিধি এবং সরকারি-বেসরকারি কর্মকর্তারা অংশ নেন।

পূর্বধলা এপির সভা কক্ষে সভায় সভাপতিত্ব করেন এপির ম্যানেজার সেবাস্টিয়ান পিউরিপিকেশন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য পরিদর্শক নিরঞ্জন কুমার ভাদুরী, এপির মূল্যায়ন ও মনিটরিং অফিসার তপন কুমার দে, প্রোগ্রাম অফিসার হাফিজুল হক সোহাগ, সজল কুমার দে, মানসী মোদক, তাপসী, খোকন রিচিল প্রমুখ।

সভায় বর্তমান পরিস্থিতিতে অগ্রাধিকার ভিত্তিতে শিশু সুরক্ষা ও এলাকার উন্নয়নে যে সকল প্রকল্প গ্রহণ করা দরকার তা নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *