নেত্রকোনার পূর্বধলায় গোসল করতে গিয়ে পুকুরের পানিতে ডুবে মারিয়া (১১) শিশুর মৃত্যু হয়েছে এবং তন্নি (১৮) আহত হয়েছে।
সোমবার (৯ সেপ্টেম্বর) বিকালে উপজেলার খলিশাপুর ইউনিয়নের জাওয়ানি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মারিয়া উপজেলার খলিশাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ইয়াকুব আলী মেয়ে। আহত তন্নি একই গ্রামের মোহাম্মদ আলীর মেয়ে। মারিয়া ও তন্নি সম্পর্কে চাচাতো বোন হয়।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে , বিকালে বাড়ির সামনে মারিয়া (১১) তার চাচাত বোন তন্নী (১৭) তাইবা (৭) সহ তিনজন গোসল করতে যায়। ৩ জনের কেউই সাতার জানতো না বলে জানা গেছে। একই সাথে তারা তিন জনই গোসল করতে নামে। এক পর্যায়ে মারিয়া এবং তন্নী পুকুরের গভীর পানিতে চলে ডুবে যায়। তাদের ডুবে যেতে দেখে তাইবা পুকুর থেকে উঠে বাড়ীতে খবর দিতে যায়। খবরে পেয়ে বাড়ীর লোকজন দুইজনকে পানির নিচ থেকে উদ্ধার করে মারিয়াকে আশঙ্কাজনক অবস্থায় পরিবারের লোকজন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে এবং তন্নীকে পূর্বধলা উপজেলা হাসপাতালে নিয়ে যায়। বিকাল ৪.৩০টার সময় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারিয়াকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন। তন্নী বর্তমানে পূর্বধলা উপজেলা হাসপাতালে চিকিৎসাধীন আছে।
পূর্বধলা থানার অফিসার ইনচার্জ মো: তাজুর ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
Be First to Comment