নেত্রকোনার পূর্বধলার আগিয়া ইউনিয়নের আন্দা গ্রামের সুরুজ ফকিরের ছেলে শফিকুল ইসলাম (৩৫) নারিকেল গাছ ছাটাঁই করতে গিয়ে ১মাস আগে বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা যান। শফিকুল ইসলাম ৮ বছর, ৫ বছর, ১.৫ বছরের ৩টি সন্তান রেখে মারা যান। পরিবারের একমাত্র উপার্জনক্রম ব্যক্তিটিকে হারিয়ে দিশেহারা হয়ে পড়েন অসহায় পরিবারটি। নিহতের পরিবারটির পাশে দাড়িয়েছে বিশিষ্ট সমাজ সেবক আমেরিকা প্রবাসী আমানুর রশিদ খান জুয়েল। এসময় অসহায় পরিবারটি যেনো মানবেতর জীবন যাপন না করতে হয় সেজন্য নগদ ৪০ হাজার টাকা অর্থ সহায়তা প্রদান করেন।
সোমবার (৯ সেপ্টেম্বর) বিকালে আমেরিকা প্রবাসী সমাজসেবক আমানুর রশিদ খান জুয়েল এর পক্ষ থেকে এই সহায়তা প্রদান করেন।
কই দিনে আগিয়া ইউনিয়নের নোয়াপাড়া পাড়া গ্রামের আব্দুল গনি (৬৫) দীর্ঘদিন ধরে প্যারালাইসিসে আক্রান্ত হয়ে চিকিৎসার অভাবে মানবতর জীবন যাপন করছিলেন সংবাদ পেয়ে সহায়তার সহায়তায় এগিয়ে আসেন আমানুর রশিদ জুয়েল। এসময় তাকেও নগদ অর্থ সহায়তা প্রদান করেন।
আর্থিক সহায়তা প্রদানকালে এসময় উপস্থিত ছিলেন, আমানুর রশিদ খান জুয়েলের ছোট ভাই বজলুর রশিদ খান ইপেল, আরিফুল হক খোকন, আজিজুল হাসান শ্যামল, আবু সালেহ সোহাগ, রায়হান হাবিব রবিন, মো: তুহিন মিয়া, মো: বাচ্চু মিয়া প্রমুখ।
স্থানীয়দের মধ্যে উপস্থিত ছিলেন, আব্দুল মোতালিব, মোবারক সরকার, হেলার ফকির।