নেত্রকোণা পূর্বধলা উপজেলার আগিয়া ইউনিয়নের বাট্রা বাজারে অগ্নিকাণ্ডে ২টি দোকান পুড়ে ছাই হয়েছে। আজ রাত ১.৩০ দিকে আগিয়া ইউনিয়নের বাট্রা বাজারে এ ঘটনা ঘটে। এই অগ্নিকাণ্ডে তাৎক্ষণিক ক্ষয়-ক্ষতির পরিমাণ জানাযায়নি।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দিবাগত রাত ১.৩০ দিকে উপজেলার আগিয়া ইউনিয়নের বাট্রা বাজারে গোলাম রাব্বানীর ইলেকট্রিক পার্টসের দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটে। এর পর পাশে থাকা আব্দুর রশিদের মনোহারী দোকানটি পুড়ে মুহূর্তেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। তাৎক্ষণিক বাজারের ব্যবসায়ীসহ এলাকাবাসীর চেষ্টায় এক ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনায় ক্ষতির পরিমাণ কম হয়েছে।
প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।
Be First to Comment