Press "Enter" to skip to content

পূর্বধলায় সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু

দর্পন প্রতিনিধি: নেত্রকোনার পূর্বধলায় অটোরিক্সায় চাপা পড়ে আমেনা খাতুন (৫০) নারীর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকালে শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের মহিষবেড় নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত আমেনা খাতুন উপজেলার গোহালাকান্দা ইউনিয়নের হামিদপুর গ্রামের মৃত. সুমন আলীর স্ত্রী।
নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, আমেনা খাতুন শুক্রবার সকালে বাড়ি থেকে স্থানীয় শ্যামগঞ্জ বাজারে যাচ্ছিলেন। এ সময় পূর্বধলা থেকে শ্যামগঞ্জগামী একটি অটোরিক্সা চাপা দিলে ঘটনাস্থলেই তিনি নিহত হন।
শ্যামগঞ্জ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক মো. দেলোয়ার হোসেন জানান, ঘাতক অটোরিক্সাটিকে স্থানীয় জনতা আটক করেছে। তবে চালক পালিয়ে গেছে।

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Mission News Theme by Compete Themes.