দর্পন ডেস্ক: পূর্বধলায় ট্রেনের নিচে ঝাপদিয়ে আত্মহত্যা করেছে রিনা আক্তার পাখি (১৮) নামে এক কলেজ ছাত্রী । সে পূর্বধলা ডিগ্রী কলেজ কারিগরি শাখার প্রথম বর্ষের ছাত্রী এবং উপজেলার দেউটুকোন গ্রামের জালাল উদ্দিনের মেয়ে।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) জারিয়া ময়মনসিংহ রেলসড়কের পূর্বধলা উপজেলার তারাকান্দা নামক স্থানে এ দূঘর্টনাটি ঘটে।
পূর্বধলা রেলওয়ে ষ্টেশনের বুকিং সহকারি আব্দুল মোমেন জানান সকাল ৯টা ১৫ মিঃ জারিয়া থেকে ময়মনসিংহগামী ২৭১ নং আপ ট্রেনটি পূর্বধলা উপজেলার তারাকান্দা নামক স্থানে পৌঁছলে আগে থেকে লাইনের পাশে দাঁড়িয়ে থাকা রিনা আক্তার ট্রেনটি কাছে আসার সাথে সাথে ট্রেনের নিচে ঝাপ দেয়। তবে আত্মহত্যার কারন জানাযায়নি। খবর পেয়ে বিকালে ময়মনসিংহ রেলওয়ে থানার পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করে। তবে রেলওয়ে পুলিশের সাথে বারবার যোগাযোগ করা চেষ্টা করা হলেও তারা মোবাইল ফোন না ধরায় তাদের বক্তব্য নেয়া যায়নি।