মোহাম্মদ আলী জুয়েল: নেত্রকোনার পূর্বধলায় আজ রবিবার করোনা ভাইরাস প্রতিরোধে সচেনতামূলক লিফলেট বিতরণ করেছে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি। উপজেলার রেল স্টেশন, অটো, টেম্পো, সিএনজি স্ট্যান্ড, বিভিন্ন ব্যবসায়ী, দিনমজুর ও পথচারিদের মধ্যে এই লিফলেট বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন কমিটির সভাপতি অধ্যাপক মাফিজ উদ্দিন ফকির, সাধারন সম্পাদক অজয় সিনহা, কমিটির সদস্য অধ্যাপক শাহ আলী নূর লাভলু, খাজে আলী খান, সাংবাদিক ও সমাজ কর্মী জুলফিকার আলী শাহীন, জায়েজুল ইসলাম প্রমুখ। লিফলেট বিতরণের সময় তারা বলেন, আতঙ্কিত না হয়ে নিয়মিত হাত-মুখ ও পা ধোয়া, বাড়ির আঙ্গিনা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, ঘরে অবস্থান করা, বেশি বেশি পানি পান করা, সবুজ ফলমূল খাওয়া, মাস্ক ব্যবহারে উৎসাহিতকরাসহ সবাইকে সচেতন হওয়ার পরামর্শ দেন। সচেতন থাকলেই করোনা ভাইরাস থেকে মুক্ত থাকা সম্ভব বলে তারা জানান। ভাইরাসটি যাতে না ছড়ায় সেদিকে খেয়াল রাখতে জনসাধারনকে অনুরোধ করা হয়েছে।
কমিটির সদস্যরা জানান, তাদের এই সচেতনতা কার্যক্রম আগামী দিনেও চলমান থাকবে।
পূর্বধলায় করোনা সচেতনতায় দুর্নীতি প্রতিরোধ কমিটির লিফলেট বিতরণ
More from আইন আদালতMore posts in আইন আদালত »
More from গণমাধ্যমMore posts in গণমাধ্যম »
More from জীবনধারাMore posts in জীবনধারা »
More from ফিচারMore posts in ফিচার »
More from বিশেষ সংবাদMore posts in বিশেষ সংবাদ »
More from লাইফস্টাইলMore posts in লাইফস্টাইল »
More from শিক্ষাMore posts in শিক্ষা »
More from সকল সংবাদMore posts in সকল সংবাদ »
More from স্বাস্থ্যMore posts in স্বাস্থ্য »
Be First to Comment