রোগীর স্বপ্ন পূরণ করলেন আমানুর রশিদ খান জুয়েল

নেত্রকোণা পূর্বধলা আগিয়া ইউনিয়নের মহিষবেড় গ্রামের আবুল কাশেমের স্ত্রী কুলসুমা (৫৫) প্যারালাইসিস হয়ে ৮ বছর যাবত হাঁটাচলা করতে অক্ষম। চলাফেরার জন্য প্রয়োজন ছিল একটি হুইল চেয়ার। কিন্তু গরীব পরিবারের পক্ষে হুইল চেয়ার কেনার সামর্থ্য না থাকায় ঘরের বিছানায় শুয়েই তার দিন কাটতো। দিনমজুর স্বামী আবুল কাশেম (৬৫) কোনভাবে সংসার চালায় । স্ত্রী ছাড়াও রয়েছে ১ প্রতিবন্ধী ছেলে। স্ত্রীর  চলাফেরার জন্য অনেকের দ্বারে দ্বারে ঘুরেও হুইল চেয়ারের ব্যবস্থা করতে পারেননি। অবশেষে আমেরিকা প্রবাসী, সমাজসেবক, আমানুর রশিদ খান জুয়েলের নজরে আসে বিষয়টি। অবশেষে প্যারালাইসিস কুলসুমাকে নতুন একটি হুইল চেয়ার দিয়ে স্বপ্ন পূরণ করলো আমানুর রশিদ খান জুয়েল।

সোমবার (৮জুলাই) আবুল কাশেমের  বাড়িতে গিয়ে হুইল চেয়ার প্রদান করেন, আমানুর রশিদ খান জুয়েলের ছোটো ভাই বজলুর রশিদ খান ইপেল, সাবেক ইউপি সদস্য লকুজ মিয়া, মো. হাসিম উদ্দিন, সবুজ মিয়া, বাচ্চু মিয়া, আরিফুল হক খোকন, মো. তুহিন মিয়া, আকিকুল ইসলাম, রবিন, ইমন, মঞ্জুল হক প্রমুখ ।

এসময় খুশিতে আবেগ-আপ্লুত হয়ে পড়েন কুলসুমা ও তার পরিবার। কুলসুমার স্বামী আবুল কাশেম বলেন, পাড়া-প্রতিবেশী জনপ্রতিনিধির দ্বারে দ্বারে ঘুরেও আমার স্ত্রীর জন্য একটি হুইল চেয়ারের ব্যবস্থা করতে পারেনি। স্থানীয়দের সহযোগিতায় জুয়েল ভাইয়ের দেওয়া হুইল চেয়ার পেয়ে আমার স্ত্রীর মুখে হাসি ফুটেছে। আমি জুয়েল ভাইসহ সকলের জন্য দোয়া করি।

উপস্থিত আরিফুল হক খোকন বলেন, আমরা এমন মানবিক কাজে আসতে পেরে গর্বিত। তিনি আরও বলেন, সমাজের এমন অসহায় দরিদ্র মানুষ এগুলোকে খুঁজে বের করা আমাদের পক্ষে সম্ভব না, আপনাদের আশেপাশে যদি এমন অসহায় দরিদ্র পরিবার থাকে আমাদেরকে জানাবেন, আমরা আমানুর রশিদ খান জুয়েল ভাইয়ের পক্ষ থেকে চেষ্টা করব তাকে সহযোগিতা করার জন্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *