দর্পন ডেস্কঃ পূর্বধলা উপজেলায় গত বুধবার পরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে জনগণের সংলাপ অনুষ্ঠিত হয়েছে। ভিডিসি ও শিশু ফোরামের সদস্য, স্থানীয় নেতৃবৃন্দ এবং অংশীজনরা এতে অংশ নেন।
ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ পূর্বধলা এপির জারিয়া পিএফএর উদ্যোগে বাড়হা সিবিও অফিসে অনুষ্ঠিত সংলাপে শিশু সুরক্ষা ও জীবনমান উন্নয়নের ক্ষেত্রে সমস্যা এবং সমাধানের করণীয় নিয়ে পরিকল্পনা করা হয়। সংলাপের সারসংক্ষেপ উপস্থাপন করেন, পূর্বধলা এপির প্রোগ্রাম অফিসার হাফিজুল হক সোহাগ।অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, মৌদাম সেসিপ মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. গোলাম মোস্তফা, পূর্বধলা এপির প্রোগ্রাম অফিসার সজল কুমার দে, মানসী মাদক প্রমুখ।