নেত্রকোনার পূর্বধলায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পূর্বধলা সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক, স্ট্যাম্প ভেন্ডার ও সহকারী দলিল লিখক সমন্বয় সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন-২০২৪ সম্পন্ন হয়েছে।
ত্রি-বার্ষিক নির্বাচনে ৯টি পদে ১৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। সভাপতি পদে মোঃ লুৎফুর রহমান লিটন ৪৫ ভোট, সাধারণ সম্পাদক পদে শামীম আহমদ মিজান ৩৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। অন্য পদে যারা নির্বাচিত তারা হলেন, সহ-সভাপতি পদে একলাছ উদ্দিন ৫১ ভোট। সহ-সম্পাদক পদে মোহাম্মদ সাহাবুদ্দিন আকন্দ ৩৭ ভোট। সাংগঠনিক সম্পাদক পদে মোঃ ওয়াজেদ আলী ৫০ ভোট। কোষাধ্যক্ষ পদে মোঃ রহমতউল্লাহ ৩৭ ভোট। সম্মানিত সদস্য ৩ জন হলেন মোঃ হুমায়ুন কবির ৫৫ ভোট, মোঃ মাসুদ রানা ৫০ ভোট এবং মোঃ আব্দুল কুদ্দুস ৪২ ভোট পেয়ে নির্বাচিত। নির্বাচনে মোট ৭০ জন ভোটার তাদের শতভাগ ভোট প্রদান করেন।