পূর্বধলার হুগলা ইউনিয়নে উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী শিল্পপতি আসাদুজ্জামান নয়ন’র ইফতার মাহফিল

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে নেত্রকোণার পূর্বধলা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী বিশিষ্ট শিল্পপতি ও সমাজ সেবক আসাদুজ্জামান নয়ন’ এর উদ্দ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৩১ মার্চ) বিকালে উপজেলার হুগলা ইউনিয়নের ভিকুনিয়া বাজারে এই দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে হুগলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তোফাজ্জল হোসেন তাপস’র সভাপতিত্বে ও হুগলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম মৃধা’র সঞ্চালনায় নিজ নির্বাচনী মতামত তুলে ধরেন আসাদুজ্জামান নয়ন।

এ সময় অতিথি হিসেবে বক্তব্যে রাখেন- পূর্বধলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন, উপজেলা কৃষক লীগের সভাপতি আইয়ুব আলী, বৈরাটি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আনিসুজ্জামান মোশারফ, মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ, হুগলা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শরীফ খান সাগর, উপজেলা সেচ্ছাসেবক লীগের দপ্তর সম্পাদক সাইফুল খান সাদেক প্রমুখ।

এসময় স্থানীয় আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মী ও স্হানীয় গনমান্য ব্যক্তিসহ বিপুল সংখ্যাক সাধারণ জনতা উপস্থিত ছিলেন।

এসময় আসাদুজ্জামান নয়ন বলেন- আমি বিজয়ী হতে পারলে পূর্বধলার জনগণের সেবক হয়ে কাজ করে যাবো এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষিত স্মার্ট বাংলাদেশর অংশ হিসেবে এই উপজেলাকে একটি স্মার্ট উপজেলায় পরিণত করবো। এসময় তিনি এলাকার সর্বস্তরের মানুষের কাছে দোয়া ও সমর্থন চান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *