বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি) নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১ মার্চ) বিকালে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে উপজেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সম্মেলন উদ্বোধন করেন বাংলাদেশ কমিউনিস্ট পার্টি সিপিবির কেন্দ্রীয় কমিটির সদস্য ডা.দিবালোক সিংহ।সমাবেশের শুরুতে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন ডা. দিবালোক সিংহ ও নলিনী কান্ত সরকার। উদ্বোধনের পর লাল পতাকার মিছিল পূর্বধলা বাজার প্রদক্ষিণ করে।
হুমায়ূন রাশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন জেলা সিপিবির সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সংগঠক নলিনী কান্ত সরকার, জাতীয় পরিষদ সদস্য অর্ণব সরকার বাপ্পী, জেলা কমিটির সম্পাদক মঞ্জূরুল হক তালুকদার, মীর আলকাস উদ্দিন, পূর্বধলা শাখার সদস্য আনোয়ার হোসেন ও উপজেলা যুব ইউনিয়নের নেতা ফখরুল হাসান। সভা পরিচালনা করেন মোস্তফা কামাল।
ডা. দিবালোক সিংহ বলেন- মেহনতি কৃষক-শ্রমিক-মজুরের স্বার্থের বাংলাদেশ গড়ার লড়াইকে অগ্রসর করতে হবে।