ভাষা শহীদদের প্রতি পূর্বধলা উপজেলা আওয়ামীলীগে’র শ্রদ্ধাঞ্জলি

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে পূর্বধলা উপজেলা আওয়ামী লীগ।

বুধবার (২১ ফেব্রুয়ারি) ১২ টা ১ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে এ শ্রদ্ধা নিবেদন করা হয়। একুশের প্রথম প্রহরে পূর্বধলা উপজেলা আওয়ামীলীগের পক্ষ থেকে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আইয়ুব আলী, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নিজাম উদ্দিন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এরশাদ হোসেন মালু, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক মোতাহার হোসেন বকুল, কাঁপাসিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কফিল উদ্দিন খান, উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক মাসুদ আলম টিপু, পূর্বধলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিদ্দিকুর রহমান বুলবুল, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি কালাম তালুকদার, আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান মজিবর, পূর্বধলা সরকারি কলেজের অধ্যাপক মো: এমদাদুল হক বাবুলসহ অন্যান্য নেতৃবৃন্দ। পৃথিবীতে একমাত্র বাংলাদেশের মানুষই ভাষার জন্য জীবন দিয়েছে। পাক হানাদাররা ভাষার জন্য আয়োজন করা শান্তিপূর্ণ মিছিলে গুলি চালিয়ে শহীদ করেছে সালাম, বরকত, রফিক, জব্বারদের। স্বাধীন বাংলাদেশের জন্য সংগ্রামের সূচনাও হয়েছিল ১৯৫২ সালের ভাষা আন্দোলনের মধ্য দিয়ে। ১৯৭১ সালে এসে ৯ মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধ শেষে আমরা পেলাম এই স্বাধীনতা। ১৯৫২ সালের ভাষা আন্দোলনে শহীদদের স্মরণে ২১ ফেব্রুয়ারিকে পালন করা হয় মাতৃভাষা দিবস হিসেবে। যদিও তা এখন আর শুধুমাত্র বাংলাদেশের সম্পত্তি নয়। দেশের গণ্ডি ছাড়িয়ে ২১ ফেব্রুয়ারি হয়ে গেছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে। ২১ ফেব্রুয়ারির প্রথম প্রহর থেকে তাই শহীদ মিনারে মানুষের ঢল নামে। ফুলে ফুলে ভরে উঠে শহীদ মিনারের মূল বেদি। ফুলে ফুলে ভরে উঠে বাঙালির শোক আর অহংকারের এই মিনার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *