ঢাকা বিশ্ববিদ্যালয় পূর্বধলা ছাত্রকল্যাণ পরিষদ (ডুপসা) উদ্যোগে শনিবার (২৭ জানুয়ারি) সন্ধ্যায় ক্যাম্পাসের কলাভবন সংলগ্ন বটতলায় সাংস্কৃতিক সন্ধ্যা র্যাফেল ড্র ও বারবিকিউ পার্টি অনুষ্ঠিত হয়েছে।
সংগঠনটির সভাপতি মেহেদী হাসান রানার সভাপতিত্বে উপস্থিত ছিলেন ঢাবির সহকারী রেজিস্ট্রার শারমিন জাহান, আরবী বিভাগের সহযোগী অধ্যাপক ড. কামরুজ্জামান শামীম, ব্যারিস্টার মেহজারিন মোশাররফ মৌ, আয়কর আইনজীবী তাপস আদিত্য, ব্যবসায়ী এনাম মাসুম, সহকারী জজ (সুপারিশপ্রাপ্ত) আনোয়ার হোসেন লিমন, ৪৩তম বিসিএসে কর ক্যাডারে সুপারিশপ্রাপ্ত জাহিদুল ইসলাম নাহিদ, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাবেক সদস্য শফিক ফকির, সংগঠনের সাবেক সভাপতি মোশারফ হোসেন, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান, নেত্রকোণা জেলা ছাত্রলীগের সহ সভাপতি শাহীনুর রহমান বাবলু প্রমুখ। অতিথিরা বিশ্ববিদ্যালয় জীবনের স্মৃতিচারন করেন এবং ডুপসা’র সদস্যদের পড়াশোনার পাশাপাশি সাংস্কৃতিক কর্মকান্ডে অংশগ্রহণ করার জন্য পরামর্শ দেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম রনি। গান আর আড্ডায় পুরো অনুষ্ঠান মাতিয়ে রাখেন সংগঠনের সদস্যরা। সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়।
নিজেদের মধ্যে ভ্রাতৃত্ববোধ, পড়াশুনায় সহযোগিতা, ক্যারিয়ার প্লানিং ও সম্প্রীতির বন্ধনে গড়ে তোলা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় পূর্বধলা ছাত্রকল্যাণ পরিষদ।