পূর্বধলায় বাজারে লেবু বিক্রি করতে গিয়ে আর বাড়ি ফেরা হলো না

নেত্রকোণার পূর্বধলা উপজেলায় পিকআপের ধাক্কায় মোটরসাইকেল চালক মো. আব্দুল মোতালেব (৫০) ঘটনাস্থলে নিহত হন। সোমবার (১৫ জানুয়ারী) বিকেল ৩টার দিকে নেত্রকোণা-পূর্বধলা আঞ্চলিক মহাসড়কে নিহতের বাড়ির কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুল মোতালেব উপজেলার সিন্দুয়াটিয়া গ্রামের মৃত মহরম আলীর ছেলে। তিনি এক ছেলে ও এক মেয়ে সন্তানের জনক এবং তাবলীগ জামাতের আমীর ছিলেন। বাড়ির কাছে নারায়ণ ডহর বাজার মসজিদ সংলগ্ন বাল্ব, গ্যাস ম্যাচ ইত্যাদি মেরামতের কাজ করতেন তিনি। নিহতের এক ছেলে রংপুর সেনাবাহিনীতে কর্মরত আছেন।

পূর্বধলা থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ রাশেদুল ইসলাম জানান, পিকআপ এর ধাক্কা মোতালেব নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে। পরিবারের আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নতদন্তে লাশ হস্তান্তর করা হয়েছে। বিষয়টি পরবর্তী আইনী প্রক্রিয়াধীন রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *