দর্পন প্রতিনিধি: নেত্রকোনারপূর্বধলা উপজেলায় আজশনিবার সন্ধ্যায় ট্রাক্টর লড়ির নিচে চাপা পড়ে মোস্তাকিন (২০) নামের এক যুবক মারা গেছে। সে ময়মনসিংহের ফুলপুর উপজেলার বাসাটি গ্রামের হানিফ মিয়ার ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, আজ সন্ধ্যায় একটি ট্রাক্টর লড়ি ইট নিয়ে ফুলপুর থেকে র্প্বূধলায় আসছিল। এ সময়উপজেলার হাটকান্দা নামক স্থানে লড়িরসহকারী মোস্তাকিন লড়ি থেকে পড়ে যায়।এতে লড়ির চাপায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই সে মারা যায়।
পূর্বধলা থানার উপপরিদর্শক (এসআই) কবির হোসেন জানান, লাশ উদ্ধার করা হয়েছে।