পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিষ্ঠার ৪৮ বছর পর অপারেশন থিয়েটার (ওটি) চালু

নেত্রকোণার পূর্বধলায় হাসপাতাল প্রতিষ্ঠার দীর্ঘ ৪৮বছর পর পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চালু হলো অপারেশন থিয়েটার (ওটি)। আজ (০৩ ডিসেম্বর)দুপুরে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সিজারিয়ান অপারেশন মাধ্যমে এ সেবার দ্বার উন্মোচন করা হয়।

প্রথম দিনে মাহবুবা জান্নাত তামান্না নামের এক প্রসূতির সিজার করা হয়। বর্তমানে নবজাতক ছেলে  ও মা উভয়েই সুস্থ আছেন। সিজার করেন জুনিয়র কনসালটেন্ট (গাইনী এন্ড অবস) ডঃ চৌধুরী ফাইজা বিনতে।হোসেন  সফলভাবে গৃহবধূ মাহবুবা জান্নাত তামান্না  সিজার করান। এসময় এ্যানেসথেসিয়া ও জুনিয়র কনসালটেন্ট ডাঃ আফসানা হোসেন শাওন, ডাঃ জান্নাতুল ফেরদৌস মেডিকেল অফিসার ও নার্সরা তাকে সহযোগিতা করেন। পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অপারেশন থিয়েটার (ওটির) উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ খবিরুল ইসলাম। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ আবু হাসান (শাহীন) ও আবাসিক মেডিকেল অফিসার ডাঃ ধ্রুব সাহা রায়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *