পূর্বধলায় পারিবারিক কলহের জেরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ

নেত্রকোনার পূর্বধলা উপজেলার ধলামূলগাঁও ইউনিয়নের জামুদ গ্রামে গতকাল শনিবার দিবাগত রাতে পারিবারিক কলহের জেরে টপি আক্তার (২৮) নামে এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে স্বামী কুদরত (৩৫)’র বিরুদ্ধে।

কুদরত উক্ত গ্রামের মৃত দেওয়ান আলীর ছেলে। তাদের ৯ বছরের দাম্পত্য জীবনে এক ছেলে ও দুই মেয়ে রয়েছে।
নিহত টপি উপজেলার জারিয়া ইউনিয়নে মেঘাপাড়া গ্রামের মৃত আবুল কাসেমের মেয়ে।

শনিবার দিবাগত রাতে পারিবারিক কলহের জেরে কথা কাটাকাটির একপর্যায়ে টপি আক্তারকে মুখে উপর্যপুরী থাপ্পর মারে। থাপ্পড় খেয়ে টপি মাটিতে লুটিয়ে পরে কান দিয়ে রক্ত বের হয়ে ঘঠনাস্থলেই মৃত্যু হয়। 

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শিবিরুল ইসলাম বলেন, স্ত্রীকে হত্যার অভিযোগে কুদরতকে আটক করা হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের বড় ভাই বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *