পূর্বধলায় খালেদা জিয়ার সুস্থতা কামনায় শ্রমিক দলের বিশেষ দোয়া মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি, সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে নেত্রকোণার পূর্বধলায় এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

​শনিবার (২৯ নভেম্বর) সন্ধ্যায় উপজেলা সদরের কোড বিল্ডিং সংলগ্ন দলীয় কার্যালয়ে পূর্বধলা উপজেলা শ্রমিক দল এই বিশেষ কর্মসূচির আয়োজন করে। এতে শ্রমিক দলসহ বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশ নেন।

​উপজেলা শ্রমিক দলের সভাপতি আবুল তাহের ফকির আলোচনা সভা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন, এবং সাধারণ সম্পাদক ফজলুল হক তালুকদার অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, পূর্বধলা উপজেলা বিএনপির আহ্বায়ক এবং নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসনে বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব আবু তাহের তালুকদার

​বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব মো. বাবুল আলম তালুকদার, যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন ফকির, ফকির সাঈদ আল মামুন শহীদ, ইশতিয়াক আহমেদ বাবু, আনোয়ারুল ইসলাম তালুকদার আনার, সালাউদ্দিন নওয়াব এবং উপজেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক ফারুক আহমেদ সহ অন্যান্য নেতৃবৃন্দ।

​আলোচনা সভায় বক্তারা বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, গণতন্ত্রের প্রতি তাঁর অবিচল আস্থা এবং দেশের জন্য তাঁর ত্যাগের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। বক্তারা দ্রুততম সময়ে দেশনেত্রীর আরোগ্য লাভের জন্য মহান সৃষ্টিকর্তার নিকট প্রার্থনা জানান এবং দলীয় কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

​আলোচনা শেষে বেগম খালেদা জিয়ার শারীরিক সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. হাবিবুর রহমান ফকির

​কর্মসূচিতে উপস্থিত নেতাকর্মীরা চেয়ারপার্সনের দ্রুত আরোগ্য কামনা করে আবেগঘন মোনাজাতে অংশ নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *