“থাকবো নাকো বদ্ধ ঘরে” প্রতিপাদ্যকে সামনে নিয়ে নেত্রকোণার পূর্বধলায় এনজিও ব্র্যাকের উদ্যোগে আজ (২১জুন) শনিবার সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচি পালিত হয়েছে। ১৩ থেকে ১৭ বছর বয়সী কিশোরীদের জীবন দক্ষতা বিষয়ে এ প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হয়। এতে কিশোরীরা নিজের স্বপ্নকে বাস্তবায়নে রূপ দেওয়া, সহমর্মিতা ও আর্থিক ব্যবস্থাপনা সম্পর্কে ধারণা, দক্ষতা কাজে লাগানো, নেতৃত্ব, নেতৃত্বের গুণাবলী, বাল্যবিবাহ প্রতিরোধ করে কিভাবে নিজের পায়ে দাঁড়ানো এবং স্বপ্ন পূরণ করে কিভাবে নিজের লক্ষ্যে পৌঁছানো যায় এই বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়। ব্র্যাকে কর্মরত অফিসার সেলপ মো. আরিফুল ইসলামের তত্বাবধানে উপজেলায় এ কার্যক্রমটি পরিচালিত হচ্ছে।
পূর্বধলায় সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচি অনুষ্ঠিত
