সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি পেলেন পূর্বধলার ফরহাদ আহমেদ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের সহকারী অধ্যাপক জনাব ফরহাদ আহমেদ (শফি) সম্প্রতি একই বিভাগে সহযোগী অধ্যাপক হিসেবে পদোন্নতি লাভ করেছেন। বিশ্ববিদ্যালয়ের ১০১তম সিন্ডিকেট সভায় গত ২ জুন ২০২৫ ইং তারিখে এই পদোন্নতির সিদ্ধান্ত গৃহীত হয়।

ফরহাদ আহমেদ ১২ নং বৈরাটি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম আব্দুল গফুর তালুকদার এবং মিসেস ফাতেমা খাতুন দম্পতির কনিষ্ঠ সন্তান। তিনি পূর্বধলার ঐতিহ্যবাহী হিরণপুর উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, ঢাকার নটরডেম কলেজ থেকে এইচএসসি, এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে দর্শনে অনার্স (প্রথম শ্রেণিতে দ্বিতীয়) ও মাস্টার্স (প্রথম শ্রেণিতে প্রথম স্থান) সম্পন্ন করেন।

উল্লেখ্য, তিনি শিক্ষাজীবনের সকল স্তরেই মেধার স্বাক্ষর রেখে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে প্রভাষক হিসেবে যোগদান করেন এবং ধাপে ধাপে নিজেকে একজন প্রাজ্ঞ শিক্ষক ও গবেষক হিসেবে প্রতিষ্ঠিত করেন।

ব্যক্তিজীবনে জনাব ফরহাদ আহমেদ দুই পুত্র সন্তানের জনক। তাঁর সহধর্মিণী জনাবা নূরানা আহমেদ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *