ঈদুল আযহার টানা ছুটির মধ্যে পূর্বধলার কার্যকর এটিএম বুথে নগদ টাকার সঙ্কট দেখা দিয়েছে। ফলে ঈদের কেনাকাটা, জরুরি চিকিৎসা ও দৈনন্দিন ব্যয়ের জন্য ভোক্তারা পড়েছেন চরম দুর্ভোগে।
বুথে ‘নগদ টাকা নেই’, লেখা বোর্ড ঝুলছে স্থানীয় ডাচ্-বাংলা ব্যাংক এটিএম বুথ ঘুরে দেখা গেছে, বুথের স্ক্রিনে ‘নগদ টাকা নেই’ লেখা ভেসে উঠছে। অনেকে একাধিকবার চেষ্টা করেও টাকা তুলতে পারেননি।
ঈদের ছুটির কারণে ব্যাংকের শাখাগুলো বন্ধ থাকায় এটিএম বুথে টাকা রিফিল করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন স্থানীয় এক ব্যাংক কর্মকর্তা। তিনি নাম প্রকাশ না করার শর্তে বলেন, “বুথে রিফিল করার জন্য নিরাপত্তার প্রয়োজন হয়। ছুটির মধ্যে সেই ব্যবস্থা রাখা কঠিন।”
স্থানীয়রা অভিযোগ করেন, প্রতি ঈদের সময়ই একই অবস্থা তৈরি হয়, অথচ কর্তৃপক্ষ আগাম ব্যবস্থা নেয় না। অনেকেই পরিবার নিয়ে বাজার করতে এসে হতাশ হয়ে ফিরছেন।
বিভিন্ন এলাকায় এমনকি রাজধানীতেও এই সমস্যা দেখা দিলেও, পূর্বধলার মতো গ্রামীণ এলাকায় এর প্রভাব আরও বেশি। কারণ এখানে এটিএম বুথের সংখ্যা কম এবং বিকল্প লেনদেনের সুযোগ সীমিত।
স্থানীয়দের দাবি, জরুরি ভিত্তিতে বুথে টাকা সরবরাহ নিশ্চিত করতে হবে। ঈদের মতো বিশেষ সময়ে বিকল্প বুথ বা মোবাইল এটিএম সেবা চালু করা উচিত।