পূর্বধলায় আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল প্রীতি ম্যাচ অনুষ্ঠিত

নেত্রকোনার পূর্বধলায় বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বড় ছেলে মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (১৮ জানুয়ারি) বিকালে উপজেলা বিএনপির আয়োজনে উপজেলা যুবদল ও ছাত্রদলের মধ্যকার এই প্রীতি ম্যাচ পূর্বধলা জগৎমনি পাইলট উচ্চ ও পূর্বধলা সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত হয়। 

খেলায় উদ্বোধক ও প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সাবেক তিন তিনবারের সাধারণ সম্পাদক আলহাজ্ব আবু তাহের তালুকদার।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,  উপজেলা যুবদলের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি ও বিএনপি নেতা মোহাম্মদ আবদুর রহিম। 

অন্যান্যের উপস্থিত ছিলেন সভায় উপজেলা বিএনপির  যুগ্ম আহবায়ক মোঃ হাবিবুর রহমান হাবিব ফকির, যুগ্ম আহবায়ক সাঈদ আল মামুন শহিদ ফকির, সাবেক সহ-সভাপতি আব্দুর গফুর প্রমুখ। এসময় উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠ‌নের বিপুল সংখ্যক নেতাকর্মী ও দর্শক উপস্থিত ছিলেন।

খেলায় ধারাভাষ্যকার হিসেবে ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোহাম্মদ আবুল হাসনাত বেপারি। 

ম্যাচে প্রধান রেফারীর দায়িত্ব পালন করেন উপজেলা শ্রমিক দলের সভাপতি আবু তাহের ফকির।

নির্ধারিত মিনিটে খেলা গোলশূন্য ড্র হয়। যুবদল ট্রাইবেকার ছাড়াই ছাত্রদলকে বিজয়ী ঘোষণা করে। পরে প্রধান অতিথি খেলোয়াড়দের মাঝে পুরস্কার তুলে দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *