নেত্রকোনার পূর্বধলা উপজেলার বিশকাকুনী ইউনিয়নের বাদে পুটিকা গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার তালুকদার মাষ্টার (৭১) আজ সোমবার সন্ধ্যায় নিজ বাড়িতে বার্ধক্য জনিত কারনে মৃত্যুবরন করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন)।
পূর্বধলা বালিকা উচ্চ বিদ্যালয়ের সহাকারী প্রধান শিক্ষক পদের দায়িত্ব থেকে অবসর গ্রহণ করে নিজ পরিবারেই বসবাস করতেন। মৃত্যু কালে তিনি এক স্ত্রী ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মঙ্গলবার সকাল ১০.৩০ মিনিটে বাদে পুটিকা উচ্চ বিদ্যালয় মাঠে জানাজার নামাজ শেষে রাষ্ট্রীয় মর্জাদায় পারিবারিক কবরস্থানে তাকে সমাহিত করা হবে।