পূর্বধলায় কঠোর লকডাউনে কোরবানীর পশুর হাট

করোনাভাইরাস সংক্রমণ রোধে সরকার সারাদেশে সর্বাত্মক লকডাউন ঘোষণা করেছে। এই লকডাউন উপেক্ষা করে নেত্রকোনার পূর্বধলায় বসেছে কোরবানীর পশুর হাট।

উপজেলার ধলামূলগাঁও ইউনিয়নের জামধলা বাজার ও বিশকাকুনী ইউনিয়নের বাদে পুটিকা বাজারে আজ সোমবার (১২ জুলাই) পশুর হাট বসিয়েছে বাজার কর্তৃপক্ষ। এ নিয়ে এলাকার সচেতন মহলের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
জানা যায়, হাটে স্বাস্থ্যবিধির বালাই নেই। হাটে আসা অনেক লোকজনের মুখে মাস্ক নেই। সরকারে সর্বাত্মক কঠোর লকডাউনের ১২তম দিনে এমন হাট ও জনসমাগম নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে।


বাদে পুটিকা বাজারে মো. নজরুল ইসলাম নামের এক ক্রেতা জানান, গরুর হাটে কোন স্বাস্থ্যবিধি নেই। মানুষের সঙ্গে মানুষ গা ঘেঁষে আছে। পছন্দের গরু কম দামে পাননি তাই আজকের বাজারে আর কেনা হয়নি। অন্য আরেকটি বাজারে খুঁজতে হবে।


উপজেলা নির্বাহী অফিসার উম্মে কুলসুম জানান, গরুর হাট বসানোর কোন নির্দেশনা এখনো পাইনি। জামধলা ও বাদে পুটিকা পশুর হাটে পশু কেনা-বেচা প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে তিনি অবগত নন, বিষয়টি তিনি খতিয়ে দেখবেন।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *