নেত্রকোনার পূর্বধলায় হানাদার মুক্ত দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বুধবার মুক্তিযোদ্ধা সংসদ ও উপজেলা প্রশাসনের উদ্যোগে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মুক্তিযোদ্ধা সংসদের বিজয় র্যালি উপজেলার প্রধান সড়কগুলো প্রদনি করে। পরে উপজেলা পরিষদ প্রাঙ্গনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিত্বে শ্রদ্ধা জানানো হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের প্রশাসক উম্মে কুলসুমের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান জাহিদুল ইসলাম সুজন, ভাইস চেয়ারম্যান রাজ্জাক সরকার, সহকারি কমিশনার (ভূমি) নাসরিন বেগম সেতু, মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার আইয়ুব আলী, নিজাম উদ্দিন, সিরাজুল ইসলাম, রব তালুকদার প্রমুখ।
উল্লেখ্য, ৯ ডিসেম্বর মুক্তিযোদ্ধারা শ্যামগঞ্জ পশ্চিম বাজার এলাকায় পাকিস্তানি হানাদারদের পরাজিত করে পূর্বধলা উপজেলাকে শত্রুমুক্ত করেন। পূর্বধলার এই যুদ্ধই একাত্তরের রণাঙ্গনে নেত্রকোনা জেলার শেষ যুদ্ধ।
পূর্বধলা হানাদারমুক্ত দিবস পালিত
