নেত্রকোনার পূর্বধলা উপজেলায় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান তৃতীয় শ্রেণির কর্মচারী পরিষদ গঠিত হয়েছে। ৩১ সদস্যের কার্যকরি পরিষদের সভাপতি পদে মো. আশরাফ উজ্জামান আকন্দ ও সাধারন সম্পাদক পদে মো. আব্দুর রাশিদ শেখ নির্বাচিত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকালে পূর্বধলা হোছাইনিয়া ফাযিল মাদরাসায় ত্রি-বার্ষিক ১ম সম্মেলন-২০২০ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
সম্মেলনে প্রধান অতিথি ছিলেন পূর্বধলা হোছাইনিয়া ফাযিল মাদরাসার অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) আব্দুল মালেক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলা কমিটির সভাপতি সাইদুর রহমান খান, সাংগঠনিক সম্পাদক খাজা লুৎফুর রহমান। এ সময় আরো উপস্থিত ছিলেন মো. বদিউজ্জামান, জুলফিকার আলী শাহীন, গোলাম মোস্তফা, জায়েজুল ইসলাম, মোহাম্মদ আলী জুয়েল প্রমুখ।
কমিটিতে সহ সভাপতি পদে মো. লিটন মিয়া, মো. মহিউদ্দিন তাং, ফরিদ আহাম্মদ খান, মো. শরাফ উদ্দিন, সাংগঠনিক পদে জোনায়েদ হোসেন, প্রচার সম্পাদক পদে বোরহান উদ্দিন, কোষাধ্যক্ষ পদে মো. সায়েদুর রহমান, দপ্তর সম্পাদক পদে মো. আবু সিদ্দিক খানকে নির্বাচিত করা হয়।
পূর্বধলায় ৩য় শ্রেণির কর্মচারী পরিষদ গঠন
