আজ রক্তমিতা ফোরামের ১ম প্রতিষ্ঠা বার্ষিকী

নেত্রকোণা পূর্বধলায় “জাতি, ধর্ম ও দল নির্বিশেষে, রক্ত দিব হেসে হেসে” স্লোগান নিয়ে প্রতিষ্ঠিত রক্তমিতা ফোরাম আজ মঙ্গলবার ১ম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠান পালন করবে। এ উপলক্ষে পূর্বধলা রেল স্টেশন এলাকায় বিকাল ৪টায় আলোচনা সভা, নতুন কমিটি গঠন ও সাবেক কমিটির বিদায় অনুষ্ঠানের আয়োজন করেছে সংগঠনটি।
স্থানীয় সেচ্ছাসেবী তরুণদের উদ্যোগে গঠিত রক্তমিতা ফোরাম অসুস্থ রোগীদের বিনামূল্যে রক্তসংগ্রহ ও সরবরাহের ব্যাবস্থা করে সুনাম অর্জন করেছে। এছাড়া সংগঠনটি নিজেদের উদ্যোগে বিনামূল্যে চক্ষু শিবিরের আয়োজন করেও এলাকায় প্রশংসা কুড়িয়েছে।
১ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপ কমিটির উপদেষ্টা জাকির আহাম্মদ খান জানান, রক্তমিতা ফোরাম গত এক বছরে ৩৭০ব্যাগ রক্ত অসুস্থ রোগীর জন্য সংগ্রহ ও সরবরাহ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *