নেত্রকোণার পূর্বধলায় হোগলা-গোয়াতলা সড়কের মহেষপট্টি বাজারে রাস্তার পাশে অবৈধভাবে বালু মজুদ রেখে বিক্রি ও জনদূর্ভোগ সৃষ্টির অপরাধে আবু সামা নামের এক ব্যক্তিকে ভ্রাম্যমান আদালতে ১ লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়েছে। আজ বুধবার (৮ জুলাই) উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে কুলসুম এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। সে উপজেলার হোগলা ইউনিয়নের মহেষপট্টি গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে।
উম্মে কুলসুম জানান, আবু সামা রাস্তার পাশে অবৈধভাবে বালু মজুদ রেখে বিক্রি ও রাস্তায় জনদূর্ভোগ সৃষ্টি করার অপরাধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫ (৪) ধারায় নগদ ১ লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়। তিনি আরো জানান, তার কাছে বালু সংরক্ষণ ও বিক্রয়ের কোন বৈধ প্রমাণাদি পাওয়া যায়নি।