পূর্বধলায় অসহায় কৃষকের ধান কেটে বাড়ি পৌঁছে দিল ছাত্রদল

করোনা সংকটে ধান কাটার শ্রমিক খুঁজে পাওয়া যাচ্ছে না। আর এতে বিপাকে পড়েছে অসহায় ও গরীব চাষীরা। সেই সকল অসহায় চাষীদের পাশে দাঁড়িয়েছে ছাত্রদলের নেতাকর্মীরা।

আজ বৃহস্পতিবার সকালে পূর্বধলা উপজেলার ঘাগড়া ইউনিয়নে বহুলী গ্রামের আব্দুর রাজ্জাকের ছয় কাটা জমির ধান কেটে বাড়ি পৌঁছে দিল উপজেলা ছাত্রদল ও সরকারী কলেজ শাখার নেতাকর্মীরা। এ সময় প্রায় ১৫-২০ জন ছাত্রদলের নেতাকর্মীরা ধান কাঁটা ও বাড়ী পৌঁছে দেয়ার কাজে অংশ নেয়।

এ সময় উপজেলা ছাত্রদল নেতা শেখ মতিউর জানায়, ছাত্রদলের অভিভাবক দেশনায়ক তারেক রহমানের নির্দেশে ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনা-৫ আসনের বিএনপি প্রার্থী শহীদুল্লাহ ইমরানের সার্বিক তত্ত্বাবধানে করোনা সংকটে আজ থেকে অসহায় ও গরীব চাষীদের ধান কেটে বাড়ি পৌঁছে দেওয়া কার্যক্রম হাতে নিয়েছে পূর্বধলা উপজেলা ও কলেজ ছাত্রদল। পর্যায়ক্রমে উপজেলার বিভিন্ন গ্রামে গরীব ও অসহায় কৃষকের ধান কেটে বাড়িতে পৌঁছে দেওয়ার চেষ্টা করবে উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা।
অসহায় কৃষকের ধান কাটায় অংশ নেয় সোহেল খান, ফয়ছাল সরকার, শেখ জাহাঙ্গীর, রেজাউল করিম ,সোহাগ খান, সজীব, প্রান্ত, ও কলেজ শাখার আকাশ, সায়েম প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *