সম্প্রতি দেশে প্রাণঘাতি করোনা ভাইরাসের প্রভাব বিস্তার বাড়তে থাকায় লকডাউনে ঘরে আটকে থাকা অসহায় মানুষের মাঝে ব্যাক্তিগত তহবিল থেকে খাদ্য সহায়তা প্রদান করেন পূর্বধলা প্রেসক্লাবের ক্রীড়া সম্পাদক, দৈনিক পূর্বময় ডট কমের সম্পাদক ও প্রকাশক শাখাওয়াত হোসেন শিমুল। আজ ১ এপ্রিল (শুক্রবার) নেত্রকোনার পূর্বধলা উপজেলার ১৭০টি হতদরিদ্র পরিবারের মাঝে নিত্যপ্রয়োজনীয় সামগ্রী চাল, ডাল, আলু, পেয়াজ, তেল ও সাবান বিতরন করা হয়। উপজেলার ধলামূলগাও ইউনিয়নের জামুদ, কান্দাপারা, দত্তকুনিয়া গ্রামের ৯০ টি পরিবার, পূর্বধলা সদর ইউনিয়নের নয়াপাড়া, দিগজান, শালমার কান্দা, পুকুরিয়াকান্দা, গোদারীয়া গ্রামের ৫৭ টি পরিবার, আগিয়া ইউনিয়নের হাটকান্দা গ্রামের ১০ টি পরিবার, পূর্ববুধী গ্রামের ৭ টি ও পূর্বধলা বাজারে ৬ জন মুচি ও নরসুন্দর সহ মোট ১৭০ টি পরিবারের মাঝে এই খাদ্য সহায়তা প্রদান করা হয়। শিমুল শাখাওয়াত বলেন, করোনা ভাইরাস বিশ্বব্যাপী মহামারিতে রূপ নিয়েছে। বাংলাদেশেও এর সংক্রমণ বাড়ছে। এ অবস্থায় প্রত্যেককে সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। এতেই সংক্রমণ থেকে যতটুকু সম্ভব মূক্ত থাকা যায়। তিনি বলেন করোনা ভাইরাস নিয়ন্ত্রনে না আসা পর্যন্ত এলাকার বিত্তবানরা কর্মহীন হতদরিদ্র মানুষের পাশে থাকলে কোন মানুষ না খেয়ে থাকবে না। এসময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন পূর্বধলা উপজেলা চেয়ারম্যান জাহিদুল ইসলাম সুজন, পূর্বধলা প্রেসক্লাবের সভাপতি এবং আজকের আরবানের সম্পাদক ও প্রকাশক সৈয়দ আরিফুজ্জামান, ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ জায়েজুল ইসলাম, দৈনিক প্রতিবাদ ডটকমের সম্পাদক ও প্রকাশক আল মুনসুর, দৈনিক পূর্বময় ডটকম এর স্টাফ রিপোর্টার মোঃ নজরুল ইসলাম, আলো মাল্টিমিডিয়ার আঃ আজিজ, সাংবাদিক মোঃ শাখাওয়াত হোসেন শিমুল এর পিতা শেখ মোঃ চান মিয়া, চাচা শেখ মোঃ মোতাহার হোসেন তারা মিয়া, আওয়ামী লীগ নেতা মোঃ রুমালী, মোহাম্মদ আলী, মোঃ শহীদ মিয়া, রুবেল মিয়া, মোঃ রবি, রবিকুল মিয়া, ইন্জিনিয়ার শেখ মোঃ মেহেদী হাসান পলাশ প্রমুখ।
দরিদ্রদের পাশে খাদ্য সহায়তা নিয়ে সাংবাদিক শাখাওয়াত হোসেন শিমুল
